ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে জাসাসের ৯ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শরীয়তপুরের নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাধারণ সম্পাদক রানা খান ও ভোজেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপ সহ ৯ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাসাসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 30-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 83514 জন
শরীয়তপুরে জাসাসের ৯ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: শরীয়তপুরে জাসাসের ৯ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ছবি: জার্নাল অব কান্ট্রি।
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাধারণ সম্পাদক রানা খান ও ভোজেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপ সহ ৯ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাসাসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা জাসাসের আহবায়ক অ্যাডভোকেট সুলতান নাসিরের সভাপতিত্বে ও 

সদস্য সচিব মঞ্জুর হাসানের সঞ্চালনায়

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসেল হক ঢালী। 


এতে শরীয়তপুর সদর উপজেলা জাসাসের সভাপতি রানা মোল্যা, শরীয়তপুর পৌরসভার সাধারণ সম্পাদক সোহাগ ঢালী, নড়িয়া উপজেলা জাসাসের সহ-সভাপতি মান্নান ছৈয়াল, সহ-সভাপতি শিমুল বেপারী, গোসাইরহাট উপজেলার সভাপতি রবিন বেপারী, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি সজিব, জাজিরা উপজেলার সভাপতি লুৎফর রহমান কবিরাজ, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সহ বিএনপি ও জাসাসের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে নেতাকর্মীরা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।


মানববন্ধনে বক্তারা বলেন, নড়িয়া থানার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের মৃত রুহুল আমিন মোল্যার ছেলে খোকন মোল্যা বিগত ফ্যাসিষ্ট আমলে আওয়ামী ফ্যাসিষ্টের সহযোগী হিসাবে দীর্ঘদিন কাজ করে। ৫ আগষ্টের পরে নব্য বিএনপি হয়ে ভোজেশ্বর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতার মালিকানাধীন অবৈধ ড্রেজার দ্বারা বালুর ব্যবসা খোকন মোল্যা নিজে নিয়ন্ত্রন নেয় এবং ওই ড্রেজার দিয়ে উপসী গ্রামে বালু ভরাট করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধাঁ দেয়। এসময় খোকন মোল্যা বলে যে, এই ড্রেজার ব্যবসা ভোজেশ্বর ইউনিয়ন জাসাস চালায়। এই খবর পেয়ে নড়িয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক

রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ এ বিষয়ে খোকন মোল্যাকে জিজ্ঞাসা করে। এতে ক্ষিপ্ত হয়ে খোকন মোল্যা হীন উদ্দেশ্যে গত ২৭ এপ্রিল নড়িয়া থানায় উপজেলা জাসাসের সাধারন সম্পাদক রানা খান, ভোজেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপু, নড়িয়া উপজেলার সহ-সভাপতি খলিল শেখ, ভোজেশ্বর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাব্বি হাওলাদার, নড়িয়া উপজেলার জাসাসের সহ-সংস্কৃতিক সম্পাদক আকবর মাদবর, ভোজেশ্বর ইউনিয়ন যুবদল নেতা জাকির মৃধা, জাসাসের সদস্য নেকবর মাদবর, ছাত্রদল নেতা হৃদয় বেপারী ও বিএনপি কর্মী কুদ্দুস হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের নামে একটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন চাদা দাবী, চুরি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। শরীয়তপুর জেলা জাসাসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি 

অতিদ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ