ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বিএম মকবুল

শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ মে) সদর মডেল মসজিদ হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ দলিল লেখক কমিটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমএ রশিদ এ কমিটি ঘোষণা করেন। এতে মো. নুরুল হক মিয়াকে সভাপতি ও বিএম মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
  • আপলোড তারিখঃ 03-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80900 জন
শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বিএম মকবুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ মে) সদর মডেল মসজিদ হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ দলিল লেখক কমিটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমএ রশিদ এ কমিটি ঘোষণা করেন। এতে মো. নুরুল হক মিয়াকে সভাপতি ও বিএম মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। 


এ কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি সরোয়ার হোসেন সবুজ, আ. জব্বার রাড়ী, মো. আজিজুল হক, আবু ছিদ্দিক মিয়া, মিজানুর রহমন, সহ-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জসিম উদ্দিন সাগর, ছাব্বির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস বেপারী, অর্থ সম্পাদক আলতাফ হোসেন, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক সি.এম জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ফাইজুল সরদার, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাহাবুব আলম আক্তার, কার্যকারী সদস্য সাগির হোসেন ভূইয়া, মফিদুল ইসলাম পাহাড়, শাহজাহান মাদবর, সাকিল বালা, রাজন মুন্সী, ইয়াসিন মল্লিক টিটু, ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন, মো. মনির হোসেন, আমজাদ হোসেন বেপারী, মো. নাছির উদ্দিন, হারুন অর রশিদ, কামাল হোসেন মামুন তালুকদার, আ. বাতেন সালাম।


পরে দলিল লেখক কমিটি কেন্দ্রীয় মহাসচিব এমএ রশিদ শরীয়তপুর জেলা ও সদর উপজেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে দুই শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন