ঢাকা | বঙ্গাব্দ

কসবায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপলোড তারিখঃ 09-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 77631 জন
কসবায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা ছবির ক্যাপশন: কসবা উপজেলা
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন(কসবা প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

বুধবার (৮ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় এক অটো রাইস মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে স্থানীয় বাসিন্দা মো. শামীম (৫০) এর অটো রাইস মিলে সরকারি নির্দেশনা না মেনে প্লাস্টিকের বস্তায় চাউল প্যাকেজিং করছেন।

জাতীয় পাটনীতি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী নির্দিষ্ট কিছু পণ্যে পরিবেশবান্ধব পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। এ আইন লঙ্ঘন করায় মো. শামীমকে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সহায়তা করেন কসবা উপজেলার পাট পরিদর্শক মো. আবদুল হান্নান এবং কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আনিস। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, “সরকার পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এ নিয়ম না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত