ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা আলিয়া মাদ্রাসার মরহুম অধ্যক্ষ আল্লামা আবদুল মতিন (র) এর স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 12-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 74460 জন
কুমিল্লা আলিয়া মাদ্রাসার মরহুম অধ্যক্ষ আল্লামা আবদুল মতিন (র) এর স্মরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মতিন (র) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন(কসবা প্রতিনিধি)

কুমিল্লা শিল্পকলা একাডেমিতে রাজাপুরা দরবার শরীফের পীর হযরত মাওলানা নাদিমুর রশিদ-এর সভাপতিত্বে কুমিল্লার চকবাজারে ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মতিন (র) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 রবিবার(১১ মে)  বেলা ১১ঘটিকায় স্মরন সবাই উপস্থিত হন দেশবরেণ্য  ওলামায়ে কেরাম । এতে  মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মরহুম মুফতি মাওলানা আবদুল মতিন (র) কুমিল্লা ইসলামিয়া কামিল মাদরাসায় কামিল শ্রেণির সকল বিভাগ খোলা, অনার্স বিষয় অনুমোদন, বহুতল ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন সাধন করেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গত ১৩ মার্চ তিনি ইন্তিকাল করেন। 

তাঁর স্মরণ সভায় বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন মাদ্রাসার শত শত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, সহকারী অধ্যাপক, শিক্ষক, ইমাম, আলিম-ওলামা, সাংবাদিক, কাজীসহ সুধিজন উপস্থিত ছিলেন। মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা সাইয়েদ অছিউর রহমান, অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা শাহ, অধ্যক্ষ হোসাইন আহমাদ ভূইয়া, শাহ মুহাম্মদ আলমগীর খান, অধ্যক্ষ মহিউদ্দিন, এডভোকেট মাওলানা ইসলামুদ্দিন, মুফতি সায়ীদুর রহমান, বিএনপি কুমিল্লা জেলা আহ্বায়ক কুদরাতুল বারী আবু, মাওলানা তৌফিকুল বারী, মাসুম বিল্লাহ মিয়াজী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাজী শাহ ইয়াহইয়া মাসউদ, অধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলানা জসিম উদ্দিন ওয়াহেদী, আবদুল কুদ্দুস, সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মেহেদী হোসেন শাকিল, মাওলানা ইমামুদ্দিন, মাওলানা শাহ আরেফ মাহমুদ, হাফেজ মাওলানা ইকবাল হোসেন, প্রধন শিক্ষক হেলাল উদ্দিন, মাওলানা আবুল বায়ান প্রমুখ।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। এছাড়াও ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল পরীক্ষার প্রধান পরীক্ষক, মৌখিক পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 

অবশেষে মিলাদ শরীফ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা