ঢাকা | বঙ্গাব্দ

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন।

  • আপলোড তারিখঃ 12-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 75611 জন
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইকবাল হোসাইন (পানছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ির পানছড়িতে শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

‎সোমবার ( ১২ মে) সকাল সাড়ে আটটায় পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে গৌতম বুদ্ধের জীবনে ত্রি-স্মৃতি বিজড়িত ২৪তম শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপনে প্রধান আথিতিয়তার আসন অলঙ্কৃত করেন জেলার ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির। 

‎এসময়, অনুষ্ঠানে ধর্ম দেশনা প্রদান করেন শীলাচার বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের আবাসিক প্রধান শ্রীমৎ চন্দন কীর্তি মহাস্থবির। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির। 

‎উল্লেখ্য, গৌতম বুদ্ধের জীবনে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাকারুণিক ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। জন্ম-বুদ্ধত্ত্ব-নির্বাণ প্রাপ্ত করায় এই তিন স্মৃতির কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট গৌতম বুদ্ধের বৈশাখী পূর্ণিমা তিথিকে ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী তিথি হিসেবে আখ্যায়িত করা হয়। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট সবচেয়ে একটি প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পরিচিতি লাভ করে।  আজ বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিটি উদযাপন করা হয়েছে।  

অনুষ্ঠানে আয়ন চাকমা মুকুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির সহসভাপতি অসেতু বিকাশ চাকমা, উপদেষ্টা কমিটির প্রধান অধ্যক্ষ  সমীর দত্ত চাকমা (অ:)।  বুদ্ধ বন্দনা, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ এবং উৎসর্গের দায়িত্ব পালন করেন রূপেন চাকমা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ