ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বোনের বাড়ি থেকে জুবায়ের আহমেদ লিমন (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে বোনের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
  • আপলোড তারিখঃ 16-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 71109 জন
গফরগাঁওয়ে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বোনের বাড়ি থেকে জুবায়ের আহমেদ লিমন (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে বোনের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জুবায়ের আহমেদ লিমন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা আমানুল্লাহ কারী ও সাজিদা খাতুনের ছেলে।


স্বজনরা জানায় , ২০২১ সালে কাওরাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন লিমন। এরপর থেকেই তার বোনের বাড়িতে বসবাস করছিলেন। বোনের স্বামী প্রবাসে থাকায় তিনি সেখানে পারিবারিকভাবে সহযোগিতা পেতেন এবং দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে বসবাস করছিলেন। 

তবে স্থানীয় লোকজন জানান, লিমনের এর আগে দুটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছিল। সেই থেকে বেকার অবস্থায় থাকার কারণে সে হতাশাগ্রস্ত ছিল।


নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে লিমন আমাদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। প্রতিদিনের মতোই তার আচরণ ছিল স্বাভাবিক। শেষরাতে যে কোনো সময়ে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 

সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে লিমনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে গফরগাঁও থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারছি না।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে । ঘটনাটি আত্মহত্যা কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত