ঢাকা | বঙ্গাব্দ

মহাকাশ অভিযান ব্যর্থ হলো ভারতের

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন রকেট অভিযান ব্যর্থ হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 69960 জন
মহাকাশ অভিযান ব্যর্থ হলো ভারতের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন রকেট অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রোববার সকালে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথেই রকেটে ত্রুটি দেখা দেয়ার ফলে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো সম্ভব হয়নি।তাই মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা।

 

রোববার(১৮মে) ভোর ৫টা ৫৯ মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। প্রাথমিকভাবে তা উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

রকেটটি উৎক্ষেপণের শুরু থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো। অভিযান ব্যর্থ হলে ইসরো বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আজ ১০১তম মিশন শুরু করা হয়েছিল।

এমনকি পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিকও ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি।’’

ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে তাতে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

 ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে এই পর্যন্ত বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। তাদের এই রকেটসহ ৬৩টি উৎক্ষেপণের মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন। ঠিক কী কারণে এই ত্রুটি, তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ