ঢাকা | বঙ্গাব্দ

গোপন তৎপতার বিরুদ্ধে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শরীয়তপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির হোসেন ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে সদর উপজেলার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সদর উপজেলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21805 জন
গোপন তৎপতার বিরুদ্ধে   শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: বিক্ষোভ
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শরীয়তপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির হোসেন ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে সদর উপজেলার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সদর উপজেলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।


জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।


তিনি আরও বলেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে তারা কখনই সফল হবে না। বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ