ঢাকা | বঙ্গাব্দ

ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞায় সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18238 জন
ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞায় সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728

২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতি চালু করলে ইউরোপকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোমবার (১৫ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্টভাবে জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যদি এ পদ্ধতি চালু করে তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়, তাহলে ইরানও ‘সমান ও যথাযথ জবাব’ দেবে।

ইসমাইল বাকাই বলেন, “ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরোধী। স্ন্যাপব্যাক ব্যবহারের কোনো আইনি, রাজনৈতিক বা নৈতিক ভিত্তি নেই। বরং এটি এখন চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে চুক্তির ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে ইউরোপীয়দের অবস্থান চুক্তির স্পষ্ট লঙ্ঘন।”

২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স—এবং জার্মানি স্বাক্ষর করে। চুক্তির আওতায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা আরোপসহ একাধিক শর্ত মানতে হয়।

তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে আনেন এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ে।

সম্প্রতি ১৩ জুন থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো টানা ১২ দিন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাল্টা জবাবে ইরানও ইসরাইলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালায়। অবশেষে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইরান বলছে, তারা এখনও চুক্তিতে অঙ্গীকারবদ্ধ থাকলেও, অপর পক্ষের ‘মৌলিক লঙ্ঘন’-এর কারণে বাধ্য হয়ে পর্যায়ক্রমে কিছু প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। চুক্তির মূল ধারাতেই ইরানকে এই অধিকার স্বীকৃত হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই হুঁশিয়ারির ফলে পারমাণবিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল