ঢাকা | বঙ্গাব্দ

আগুন ঝরা চোখ

আগুন ঝরা চোখ
  • আপলোড তারিখঃ 29-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8774 জন
আগুন ঝরা চোখ ছবির ক্যাপশন: কবি সৈয়দা রাজিয়া সুলতানা শিম্মা
ad728

আগুন ঝরা চোখ 

সৈয়দা রাজিয়া সুলতানা শিম্মা 


কখনও কি চোখের দিকে তাকিয়েছো? 

অশ্রুটা কেন আগুনের মতো? 

চোখে কেন কালবৈশাখীর ঝড়? 

কখনো কি উপলব্ধি করেছো 

যে চোখে স্বপ্নের বদলে ছিল আগুন? 

কখনও শুকনো পাতার আগুন ধরা?, 

চোখের আগুন তার চেয়ে তীব্র। 

কখনও কি দেখেছো 

কালো চোখের রহস্য? 

সেটা আগুন বরণ কেন হলো? 

কখনও কান্না করতে করতে 

ঘুমিয়ে যাওয়া? 

তুমি সব বোঝো 

শুধুই বোঝো না 

চোখের ভাষা। 

বুকের মাঝে কষ্টটা কতটা মারাত্মক হয়। 

কখনো কি নিরবতা কে উপলব্ধি করেছো? 

না করোনি। 

যখন উপলব্ধি করেছো 

তখনও আমার চোখে ছিলো আগুন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ