ঢাকা | বঙ্গাব্দ

কবিতা: পাষাণীর হৃদয়ে ভালবাসা নাই

উৎসর্গ :সাবিত রিজওয়ান-এর প্রতি।
  • আপলোড তারিখঃ 02-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97623 জন
কবিতা: পাষাণীর হৃদয়ে ভালবাসা নাই ছবির ক্যাপশন: কবি মোঃ শাহজালাল হাসান
ad728

কবিতা: পাষাণীর হৃদয়ে ভালবাসা নাই 

মোঃ শাহজালাল হাসান 


যে তোমায় ভালবাসে না, 

তাকে মন্ত্র দিয়ে বাঁইন্ধা রাখতে পারবা না। 

তার মন জোর করে দখল করতে হবে ব্যর্থ, 

যতই কর ভালবাসা পাবার বায়না; 

পাষাণীর হৃদয়ে প্রেম জাগে না। 

মনের মাঝে তার ছবি একেঁ করিও না ভুল, 

তার রুচিতে তুমি তুচ্ছ! 

শুধু একতরফা ভালবাসাই হবে 

যে গাছটির প্রাণ নাই তাতে ফুটবে না ফুল। 

রূপ আছে বলে যে মন সুন্দর, এটি ভাবিও না, 

যারে তারে জায়গা দিও না মনে 

নইলে একদিন কাঁদবে, চিৎকার করে কাঁদতে পারবে না। 


উৎসর্গ করছি সাবিত রিজওয়ান-এর প্রতি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান