কবিতা: পাষাণীর হৃদয়ে ভালবাসা নাই
মোঃ শাহজালাল হাসান
যে তোমায় ভালবাসে না,
তাকে মন্ত্র দিয়ে বাঁইন্ধা রাখতে পারবা না।
তার মন জোর করে দখল করতে হবে ব্যর্থ,
যতই কর ভালবাসা পাবার বায়না;
পাষাণীর হৃদয়ে প্রেম জাগে না।
মনের মাঝে তার ছবি একেঁ করিও না ভুল,
তার রুচিতে তুমি তুচ্ছ!
শুধু একতরফা ভালবাসাই হবে
যে গাছটির প্রাণ নাই তাতে ফুটবে না ফুল।
রূপ আছে বলে যে মন সুন্দর, এটি ভাবিও না,
যারে তারে জায়গা দিও না মনে
নইলে একদিন কাঁদবে, চিৎকার করে কাঁদতে পারবে না।
উৎসর্গ করছি সাবিত রিজওয়ান-এর প্রতি।