ঢাকা | বঙ্গাব্দ

মায়ের গর্ভে জন্ম আমার

মায়ের গর্ভে জন্ম আমার
  • আপলোড তারিখঃ 03-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96818 জন
মায়ের গর্ভে জন্ম আমার ছবির ক্যাপশন: কবি মোঃ নজরুল ইসলাম
ad728

মায়ের গর্ভে জন্ম আমার 

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম 


মায়ের গর্ভে জন্ম আমার 

বাংলাদেশের বুকে, 

আলো বাতাস সারাজীবন 

আমায় রাখে সুখে। 


বাংলার বুকে আমার জন্ম 

বাংলাদেশে থাকি, 

দেশের ভালো মানুষ হয়ে 

সুখের স্বপ্ন আঁকি। 


সবুজ-শ্যামল গাছগাছালি 

নানান বর্ণের পাখি, 

নীল আকাশের চন্দ্র-সূর্য 

দেখে জুড়ায় আঁখি। 


বাংলার মাটি অতি খাঁটি 

ফসল ভরপুর ভূমি, 

মিষ্টি মধুর এমন দেশের

রূপের শোভা চুমি। 


মায়ের মতো এমন দেশে 

আমার চরণ ফেলি,

ঘুম ভাঙিয়া আঁখি মেলে 

মাঠে ঘাটে খেলি।


#. তিনচৌদিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান