মায়ের গর্ভে জন্ম আমার
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
মায়ের গর্ভে জন্ম আমার
বাংলাদেশের বুকে,
আলো বাতাস সারাজীবন
আমায় রাখে সুখে।
বাংলার বুকে আমার জন্ম
বাংলাদেশে থাকি,
দেশের ভালো মানুষ হয়ে
সুখের স্বপ্ন আঁকি।
সবুজ-শ্যামল গাছগাছালি
নানান বর্ণের পাখি,
নীল আকাশের চন্দ্র-সূর্য
দেখে জুড়ায় আঁখি।
বাংলার মাটি অতি খাঁটি
ফসল ভরপুর ভূমি,
মিষ্টি মধুর এমন দেশের
রূপের শোভা চুমি।
মায়ের মতো এমন দেশে
আমার চরণ ফেলি,
ঘুম ভাঙিয়া আঁখি মেলে
মাঠে ঘাটে খেলি।
#. তিনচৌদিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।