ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি :
খগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা লোগাং ইউনিয়নে জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট ২০২৫, সোমবার বিকালে লোগাং বাজার এলাকায় লোগাং ইউনিয়ন বিএনপি-র সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরেন। এবং তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে লোগাং ইউনিয়ন বিএনপি-র সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মালেক মির্জা ,সহ সভাপতি মোঃ আব্দুল মালেক ,মোঃ ইলিয়াস নবী,সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা , সিঃ যুগ্ম সম্পাদক মোঃ আবুল বাশার, মহিলা দলের সভানেত্রী খুরশিদা বেগম, ইউনিয়ন যুবদল আহবায়ক মোঃ মনির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল হোসেন সহ লোগাং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।