ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্মরণে সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর স্মরণসভা ৯ আগস্ট ২০২৫, শনিবার, অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 88019 জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্মরণে সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্মরণে সভা
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্মরণে সভা অনুষ্ঠিত


লায়ন মুহাম্মদ কামাল হোসেন:


ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর স্মরণসভা ৯ আগস্ট ২০২৫, শনিবার, অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, অধ্যাপক ড. ফাজরীন হুদা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব এবং প্রয়াত অধ্যাপকের পিতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা।


সভায় প্রয়াত অধ্যাপকের সহকর্মী, বন্ধু, পরিবারের সদস্য, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। শুরুতে তাঁর রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।


প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম অত্যন্ত সহজ-সরল ও সর্বজন শ্রদ্ধেয় একজন অমায়িক ব্যক্তি ছিলেন। তাঁর জীবন ও কর্ম শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”


প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “তিনি একজন অসাধারণ শিক্ষক ও গবেষক ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন গুণী শিক্ষকের অপূরণীয় ক্ষতি স্বীকার করলো।”


উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই ২০২৫ তারিখে ইন্তেকাল করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান