ঢাকা | বঙ্গাব্দ

যশোরের শার্শা সীমান্ত শাল কোনা দিয়ে রাতের অন্ধকারে ৩ জন পুশ ইন

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80756 জন
যশোরের শার্শা সীমান্ত শাল কোনা দিয়ে রাতের অন্ধকারে ৩ জন পুশ ইন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটককৃতদের মধ্যে দুইজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে।

আটক ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের দুই ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

পুলিশ জানায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা টহলকালে সীমান্তবর্তী নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা জানান, ভারতের মোস্তফাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

শাহিন শেখ বলেন, তিনি ও তার ভাই দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। চলতি মাসের ৫ আগস্ট হরিয়ানার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। কয়েকদিন বিএসএফ ক্যাম্পে রাখার পর শুক্রবার রাতে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। এসময় ক্যাম্পেই ভারতীয় নাগরিক আনোয়ারের সঙ্গে তাদের পরিচয় হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে পুশইন হওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান