ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি।
খাগড়াছড়ির পানছড়িতে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে চারটায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলীর সভাপতিত্বে বিএনপির উপজেলা কার্যালয় থেকে র্যালী বের হয়ে পানছড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এসময়, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, উপজেলা উলামা দলের সভাপতি হফেজ সুলতান আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ আমান উল্লাহ, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মোঃ কবির হোসেন সহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।