ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিল বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে চায়

বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
  • আপলোড তারিখঃ 28-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 132942 জন
ব্রাজিল বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে চায় ছবির ক্যাপশন: ছবি : অনলাইন
ad728

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় দলের চেয়ারপারসনের রাজধানীর কার্যালয় গুলশানে  দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। দুপুর সোয়া ১২টার দিকে বেরিয়ে যায় তিনি।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনা হয়েছে খেলা বিষয়ে । তারা খেলা নিয়ে সহযোগিতা করতে রাজি আছে। কীভাবে  বাংলাদেশের ফুটবলকে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করব।

ব্রাজিল-বাংলাদেশের মধ্যে এখন ২ মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্রাজিল এগিয়ে আছে। আমাদের রপ্তানি আরও বেশি বাড়াতে হবে।

জুট রপ্তানি আরও বাড়বে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,  আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায় ব্রাজিল।  কৃষির দিক থেকে ও অনেক এগিয়ে আছে ব্রাজিল। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।

ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে উল্লেখ করেন আমীর খসরু।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ