ঢাকা | বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।
  • আপলোড তারিখঃ 24-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 28364 জন
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু ছবির ক্যাপশন: নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ
ad728


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

(রাকসু),  হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি

নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।


 শুরুর দুই ঘন্টার মধ্যে  কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন ফরম সংগ্রহ করেন। 

রবিবার (২৪ আগস্ট)  সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য হল অফিস থেকে ফরম সংগ্রহ শুরু হয়। দুপুরে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে ফরম সংগ্রহ করেন।

কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ফরম মূল্য  ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ফরমের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়সূচী অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠভাবে  সম্পুর্ণ  করার সকল প্রস্তুতি নিয়েছি।

কেন্দ্রীয় সংসদে ২৫ টি পদের মধ্যে ২৩ টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ টি এবং হল সংসদে ১৭টির মধ্যে ১৫ টি পদে নির্বাচন হবে। মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী  ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এবং ২৮ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচনের তারিখ নির্ধারণ কর হয়েছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।