শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনার নির্দেশে ও নড়িয়া পৌরসভা মহিলা দলের আহবায়ক শাহানাজ আক্তারের নেতৃত্বে এবং সকল ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৫ টায় নড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। এতে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। আর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।