কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সোমবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চট্টগ্রামগামী নরসুন্দা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৪১০) ও মালবাহী ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১৭৪) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত ১২টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, "বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের খবরে মুষলধারে বৃষ্টিতেও আমি ঘটনাস্থলে ছুটে যাই। তবে আলহামদুলিল্লাহ, কোনো হতাহতের ঘটেনি। ৪-৫ জন আহত আছেন, তারা চিকিৎসাধীন।”
এসময় কুলিয়ারচর, ভৈরব ও বাজিতপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালায়। মুষলধারে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হলেও তা অব্যাহত থাকে। সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ির বিভিন্ন অংশ কেটে ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন ১০ জন নিহত, আবার কেউ ১৫ জন মৃত্যুর খবর দিয়েছেন। তবে এসব গুজবের কোনো সত্যতা নেই।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় কেউ নিহত হয়নি। ৫ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক বর্তমানে ভৈরব হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।