ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে ২৪০০ পিচ ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে ডিবি

  • আপলোড তারিখঃ 27-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 70785 জন
মাদারীপুরে ২৪০০ পিচ ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে ডিবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ২৪০০ পিচ ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাতে মাদারীপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেলও। আটককৃতরা হলেন, নাছিবুর রহমান নাছির (৪৭) ফরিদপুরের কোতয়ালী থানার ওয়ারলেস পাড়া-গোয়ালচা মোড় এলাকার মৃত মোঃ শফিউদ্দিনের ছেলে। নাছির রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে রচুনকুটিয়া কলম ফ্যাক্টরির পাশে ভাড়া থাকেন। আর মিজানুর রহমান ওরফে মেজর (৪২) মাদারীপুর পৌরসভার হরিকুমারিয়া পাঠককান্দি এলাকার মৃত রফিজ উদ্দিন হাওলাদার ছেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির ও মিজানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলাও রয়েছে। তাদের কাছ থেকে ২৪০০ পিচ ইয়াবা, নগদ ২১ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান