ঢাকা | বঙ্গাব্দ

রাবিতে রাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা

আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকেই বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র বিতরণ।
  • আপলোড তারিখঃ 31-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67735 জন
রাবিতে রাকসু নির্বাচন ঘিরে  উত্তেজনা ছবির ক্যাপশন: রাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা,কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা
ad728


রাজশাহী প্রতিনিধি :


আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকেই বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র বিতরণ।  


প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়ে রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর দুই ঘন্টা পর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আসেন ফরম তুলতে। কিন্তু তাদেরকে তালা খুলে ফরম তুলতে দেয়নি ছাত্রদল। এর আধাঘন্টা পর আসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। 


আজ রবিবার (৩১ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। এর আগ পর্যন্ত রাকসু ও সিনেট মিলে ১৯৮টি ফরম উত্তোলন করা হয়েছে। 


ছাত্রদলের দাবি, তাদেরকে পরিকল্পিতভাবে রাবি প্রশাসন দূর্বল করার জন্য একটি পক্ষে অবস্থান নিয়েছে। রাবি প্রশাসন গোপন সংগঠনকে প্রতিষ্ঠিত করতেই নতুন ছাত্রদের ভোটার করছে না৷ রাকসু থেকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে। রাবি প্রশাসনের এ পায়তারা তারা মানবে না বলে জানান। 


এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ও রাবির সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অন্য ক্যাম্পাসগুলোতে যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় রেখেছে, সেখানে রাবি কেনো এমন বিমাতাসুলভ আচরণ করছে? এটা অযৌক্তিক। আমরা আমাদের ভোটাধিকার চাই। 


সকাল থেকে এখন পর্যন্ত রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে দু'পক্ষই অবস্থান করছে। ছাত্রদল ও ছাত্রশিবির সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সবাই সবার জায়গা থেকে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপ দেখা যায়নি। 


দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা তাদের অনুসারীদের সঙ্গে  নিয়ে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা ভেঙে ফেলেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত