ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে সেলাই মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু

রাজধানীর বংশালের নাজিরা বাজার নার্স কমপ্লেক্সে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম (৩২) নামের এক দর্জির মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64344 জন
রাজধানীতে সেলাই মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নার্স কমপ্লেক্সের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম ময়মনসিংহের বারাকান্দা উপজেলার সরিষা বাজার গ্রামের হেজমত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর নাজিরা বাজার নার্স কমপ্লেক্সে থেকে দর্জির কাজ করছিলেন।

সহকর্মী রাকিব মিয়া জানান, রাতে বৈদ্যুতিক সেলাই মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত নাঈম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার জীবন রক্ষা করা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বংশাল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু।