রাজশাহী প্রতিনিধি : শনিবার(২০সেপ্টেম্বর) রাত একটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটায় ভর্তির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকিব।
এদিকে, রবিবার (২১সেম্টেম্বর) আন্দোলনের নামে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সারা দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল আলীম।
ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতিতে আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।