মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কটিয়াদী আর্দশ বিদ্যানিকেতনের শিক্ষক মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের উপজেলা সভাপতি মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী আর্দশ বিদ্যা নিকেতনের অব. শিক্ষক ঘনেশ চন্দ্র সাহা, বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সদস্য সহকারী শিক্ষক মিজানুর রহমান, ফাইজুর হক জুয়েল, মো. খাইরুল ইসলাম, কটিয়াদী আর্দশ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক উত্তম কুমার সাহা, বিপ্লব কুমার সাহা, মনুজ কুমার দে, কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্মচারি মো. কাঞ্চন মিয়া, আল-আমিন, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের কর্মচারী রাকিব হাসান প্রমুখ।