ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা

"আমি কন্যাশিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"- এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 08-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 27550 জন
গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা ছবির ক্যাপশন: জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‌ আলোচনা সভা
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

"আমি কন্যাশিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"- এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বুধবার (৮ অক্টোবর) সকালে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ তানিয়া সুলতানা প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ, সরকারি ও বেসরকারী অফিসের বিভিন্ন নারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ ।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত