ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ।

" সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায় " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রেলী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 01-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5396 জন
কচুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত । ছবির ক্যাপশন: ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন
ad728



নিজস্ব সংবাদদাতা কচুয়া,(বাগেরহাট) 


" সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায় "  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস -২০২৫ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রেলী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১ (নভেম্বর) শনিবার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে সকাল ১১ টায় কচুয়া উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  কচুয়া উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত)  কাজী আনোয়ারুল ইসলাম ।   সাবেক শিক্ষক ও সমবায়ী সমীরবরণ পাইক এর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা  সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার  ৷  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আলী,  কচুয়া থানা অফিসার ইনচার্জ  শামীম আহমদ খান।  

এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন  কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনর রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম,গোপালপুর সঞ্চয়ী সমবায় সমিতির সভাপতি প্রিয় লাল,সূর্য শিখা সমবায় সমিতির সহ-সভাপতি চম্পা আক্তার,শরীর সার্বিক গ্রামীন উন্নয়ন সমবায় সমিতি গোবিন্দ দাসসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ। 

এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে উপজেলা কার্যালয় থেকে একটি সমবায় রেলী বের হয়ে কচুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।##


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান