ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির পানছড়িতে গাঁজা পাচারের সময় পৃথক অভিযানে তিন মাদক কারবারি'কে আটক করেছে পানছড়ি থানার পুলিশ।
  • আপলোড তারিখঃ 17-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13950 জন
খাগড়াছড়িতে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: আটককৃত তিন মাদক ব্যবসায়ী।
ad728


মো. সেলিম হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে গাঁজা পাচারের সময় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী'কে আটক করেছে পানছড়ি থানার পুলিশ।

পুলিশ জনায়, গত ১৬ ফেব্রুয়ারী রাত প্রায় ১২ টায় উপ পুলিশ পরিদর্শক প্রতীক পালের নেতৃত্বে পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার পরিচালনা করাকালীন সময় মাদকদ্রব্য সহ আসামিদেরকে আটক করা হয় । গ্রেফতারকৃত তিনজন  পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাত্যা পাড়া গ্রামের বাসিন্দা অনিল বিকাশ চাকমার পুত্র চিক্কো চাকমা (৩৪), টিএন্ডটি টিলার নির্মল ত্রিপুরার পুত্র তপন ত্রিপুরা (৩৮) ও চেঙ্গী ইউনিয়নের রমনী মোহন পাড়ার বাসিন্দা সলেন্দ্র ত্রিপুরার পুত্র খজেন্দ্র ত্রিপুরা (৩২)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল