ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে চাল ব্যবসায়ীকে হত্যা, পুলিশ বলছে পরিকল্পিত খুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উবায়দুর রহমান পাইলট (৫০) নামে এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বাজরা পশ্চিম তারাকান্দি মাস্টারবাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। নিহত উবায়দুর রহমান উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দা এবং মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী ছিলেন।
  • আপলোড তারিখঃ 21-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11845 জন
কুলিয়ারচরে চাল ব্যবসায়ীকে হত্যা, পুলিশ বলছে পরিকল্পিত খুন ছবির ক্যাপশন: জার্নাল অব কান্ট্রি
ad728


ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উবায়দুর রহমান পাইলট (৫০) নামে এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বাজরা পশ্চিম তারাকান্দি মাস্টারবাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

নিহত উবায়দুর রহমান উপজেলার সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দা এবং মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়ী উবায়দুর রহমান দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা উদঘাটনে কাজ করছে পুলিশ।”

নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করবে বলে প্রত্যাশা করছে স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাঁথিয়ায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: বাবা-ছেলে নিহত