ঢাকা | বঙ্গাব্দ

শ্বাশুড়ির লাশ দেখা হলোনা পুত্রবধূর

  • আপলোড তারিখঃ 24-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9818 জন
শ্বাশুড়ির লাশ দেখা হলোনা পুত্রবধূর ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি :

শ্বাশুড়ির লাশ আর দেখা হলোনা পুত্রবধূ আইরিনের (৩৫)। এর আগেই পাথর বোঝাই ট্রাক ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চকরিয়ায় নিহত হন তিনি।  সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত ৩ টায় উপজেলার হারবাং ইউনিয়নের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

 নিহত আইরিন নিগার চট্রগ্রামের কর্ণফুলী উপজেলার ফাজিল হাট এলাকার মোহাম্মদ নোমার রহমানের স্ত্রী। তিনি রাতে তার শাশুড়ির মৃত্যু খবর পেয়ে কক্সবাজার থেকে চট্রগ্রামে যাওয়ার পথে ছোট ছেলে সহ এই দুর্ঘটনার শিকার হন।

ঘটনার সত্যতা স্বীকার করে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানান, আজ রাত আনুমানিক ৩টায় চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের আজিজনগর এলাকায় কক্সবাজারগামী পাথর বোঝাই ট্রাক ও চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আইরিনসহ আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল