মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহাসিক আজিমপুর ছোট দায়রা শরীফের ৫ম গদ্দিনিশীন হযরত শাহ্ সুফি সৈয়দ আজমত উল্লাহ (রহ.) এর ৮৪ তম ওফাত বার্ষিকী ও ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দিনিশীন পীর ও মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।
সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের, সাবেক গভর্নিং বডির সদস্য কাজী মজিবুর রহমান, সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিন, সিনিয়র শিক্ষক আফরোজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিলসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত মাহফিলে সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম মিলাদ পাঠের পর সহকারী অধ্যাপক মোকাররম হোসেন দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।