ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী ছাত্রলীগ নেতা আটক

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেইসবুক পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) নেত্রকোনা জেলার হোসেনপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ আটক করে।
  • আপলোড তারিখঃ 05-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 216861 জন
নেত্রকোনায় মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী ছাত্রলীগ নেতা আটক ছবির ক্যাপশন: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিক
ad728

০৫ রমজান, সেহরির শেষ সময় : ৪-৫৫ মিঃ, ইফতার :  ৬-০৫ মিঃ

নিজস্ব  প্রতিনিধি:


মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেইসবুক পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ।


বুধবার (৫ মার্চ) নেত্রকোনা জেলার হোসেনপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ আটক করে।

আটকের পরে অনিককে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।


পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটককৃত অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে।অনিকের পিতার নাম সুনীল সাহা।


সে বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর কটুক্তি করে।তার এসব কটুক্তির প্রতিবাদে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ২৪ ঘন্টার মধ্যে তাকে আটক করার আল্টিমেটাম দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ অনিককে আটক করে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ