ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
  • আপলোড তারিখঃ 13-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 292 জন
জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন ছবির ক্যাপশন: জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি ও মানববন্ধন করেন তারা। এতে শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।


জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিকভাবে ভোটার তালিকা করবে। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র এক অপরের সাথে জড়িত। যদি জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা থেকে আলাদা করা হয় তাহলে এটা শুদ্ধতা হারাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবী তাদের।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা