ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে বাংলাদেশ নির্বাচন অফিসার্স এসোসিয়েশন অষ্টগ্রাম শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অষ্টগ্রাম উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
  • আপলোড তারিখঃ 13-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 116111 জন
অষ্টগ্রামে জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে  মানববন্ধন ছবির ক্যাপশন: অষ্টগ্রামে জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে মানববন্ধন
ad728


অষ্টগ্রাম প্রতিনিধি:

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে বাংলাদেশ নির্বাচন অফিসার্স এসোসিয়েশন অষ্টগ্রাম শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করে মানববন্ধন কর্মসূচি  পালন করেছে অষ্টগ্রাম উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন তারা। এ মানববন্ধনে অষ্টগ্রাম  উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ মিয়া  বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে ভোটার তালিকা প্রস্তুত করবে। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের দায়িত্বও নির্বাচন কমিশনের। ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র একে অপরের সাথে জড়িত। যদি জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা থেকে আলাদা করা হয় তাহলে এটা তার শুদ্ধতা হারাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। পতিত স্বৈরাচারের সময় থেকে একটি কুচক্রী মহল জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নির্বাচন কমিশনের অধিনে রাখার জোড় দাবী জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ