ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় সিয়াম (১৮) নামে এক স্কুল শীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 110989 জন
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত সিয়াম।
ad728

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় সিয়াম (১৮) নামে এক স্কুল শীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ)  রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিয়াম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভাটিরা গ্রামের মো: মোজাহিদের ছেলে। সে রাজধানীর উত্তরার একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন টঙ্গীর বউবাজার এলাকা অতিক্রম করার সময় অসাবধানতা বসত ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেব না: চসিক মেয়র শাহাদাত