ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

শরীয়তপুরে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর সদরের মনোহর মোড়স্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 24-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 200371 জন
শরীয়তপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল ছবির ক্যাপশন: শরীয়তপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর সদরের মনোহর মোড়স্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা নায়েবে আমির কে.এম মকবুল হোসেন , সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ছাত্রশিবির সাবেক সভাপতি সাইয়েদ মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরিয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা সভাপতি সাখাওয়াত কাউসার ও ব্যবস্থাপনায় ছিলেন জেলা সেক্রেটারি কামরুজ্জামান কাউসার এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্কুল সম্পাদক রাসেল মাহমুদ। 


অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,  ইসলামী ছাত্রশিবির ছাত্রদের প্রাণের সংগঠন। ছাত্রদের নৈতিকতা সম্পন্ন ও দক্ষ করে গড়ে তুলতে এবং ছাত্রদের আদর্শিকভাবে গড়ে তুলে এই সমাজকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের নিকটে আমরা প্রত্যাশা করি তারা যেনো সকল প্রকার অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকেন।



অনুষ্ঠানে বিভিন্ন  ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান