ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম সিইপিজেড শ্রমিকদের সড়ক অববোধ।

  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15256 জন
চট্টগ্রাম সিইপিজেড শ্রমিকদের সড়ক অববোধ। ছবির ক্যাপশন: সড়ক অবরোধ শ্রমিকরা।
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম সিইপিজেড এর একটি কারখানা শ্রমিকরা গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে চলেছে। এতে করে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সিইপিজেড এর প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা চট্টগ্রাম সিইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের ‘এক্সেলসিয়র সুজ’ নামে একটি কারখানার শ্রমিক। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

এই চাকরিচ্যুত বিষয় নিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে খোলার প্রথমদিন থেকেই কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। গত শনিবার কারখানায় বিক্ষোভ করে চাকরিচ্যুত শ্রমিকরা। রোববার (৬ এপ্রিল) কারখানায় এ নিয়ে একদফা হামলার ঘটনাও ঘটে। এতে করে সাত শ্রমিক আহত হন।

এসব ঘটনার পরে সোমবার(৭ এপ্রিল) সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। এই পর্যন্ত এ অচলাবস্থা নিরসনের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার