আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম সিইপিজেড এর একটি কারখানা শ্রমিকরা গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে চলেছে। এতে করে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সিইপিজেড এর প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা চট্টগ্রাম সিইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের ‘এক্সেলসিয়র সুজ’ নামে একটি কারখানার শ্রমিক। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।
এই চাকরিচ্যুত বিষয় নিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে খোলার প্রথমদিন থেকেই কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। গত শনিবার কারখানায় বিক্ষোভ করে চাকরিচ্যুত শ্রমিকরা। রোববার (৬ এপ্রিল) কারখানায় এ নিয়ে একদফা হামলার ঘটনাও ঘটে। এতে করে সাত শ্রমিক আহত হন।
এসব ঘটনার পরে সোমবার(৭ এপ্রিল) সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। এই পর্যন্ত এ অচলাবস্থা নিরসনের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।