অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ৮পিস ইয়াবাসহ সোহাগ মিয়া (১৯) নামে এক যুবককে আটক করে একশত টাকা জরিমানাসহ ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বউ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক সোহাগ মিয়া উপজেলার সদর ইউনিয়নের কুতুব মসজিদ সংলগ্ন নাথপাড়ার বাসিন্দা সাহেদ মিয়ার পুত্র। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া ও সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।