অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের নারী-শিশু, যৌন নির্যাতন ও প্রতিরোধের বিভিন্ন দিক, মাদকাসক্ত, বাল্যবিবাহের কুফল, উচ্চ শিক্ষাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাকের দিনব্যাপী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ (২২মে) উপজেলার বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজে ৯ম-১০ম শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাক দেওঘর শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। ব্রাক দেওঘর শাখার পিও শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাকের নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা বিষয়ক সেক্টর স্পেশালিষ্ট বিলকিস জাহান, বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র রায়, ব্রাক পিও আমিনুল হক, জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যাম্পেইনে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ভিডিও প্রদর্শনী ও আলোচনা শেষে শিক্ষাথীদের মাঝে এক প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।