ঢাকা | বঙ্গাব্দ

সাইকেল পেয়ে খুশী; কমলগঞ্জের চাম্পারায় চা'বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা

বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী।
  • আপলোড তারিখঃ 25-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 60404 জন
সাইকেল পেয়ে খুশী; কমলগঞ্জের চাম্পারায় চা'বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী।
ad728

আনহার আলী মৌলভীবাজার প্রতিনিধি 


দুর্গম চা বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী। সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।


রবিবার (২৫ মে ) সকাল ১১টায় উপজেলার চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বাইসাইকেল বিতরনী অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ।


শিক্ষার্থী রক্তিমা নায়েক ও সাতলাইন এলাকার অশোক কুমার বাকতি বলেন, ‘প্রতিদিন পায়ে ৩ কিলোমিটার হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। বাইসাইকেল পাওয়ায় অনেক কষ্ট কমবে, এখন বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে স্কুলে যেতে পারবে।’


চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, ‘চাম্পারায় চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগে তাদের অনেক উপকারে আসবে।


উল্লেখ্য, চাম্পারায় চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীতে ৫০ জন শিক্ষার্থী পাশ্ববর্তী ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা