ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়িতে ভূমি মেলা উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি " স্লোগানে জেলার পানছড়িতে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 61770 জন
‎পানছড়িতে ভূমি মেলা উদ্বোধন ছবির ক্যাপশন: উদ্বোধন শেষে র‍্যালী অনুষ্ঠিত
ad728


পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি " স্লোগানে জেলার পানছড়িতে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

‎২৫ মে ২০২৫, রবিবার সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন এর সভাপতিত্বে র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও গন শুনানীর আয়োজন করা হয়। 

‎এ সময়,ভূমি উন্নয়ন কর প্রদান, মিউটেশন মামলা, নাম জারি ও জমা খারিজ সংক্রান্ত, মালিকানার স্বীকৃতি লাভ করা সহ বিভিন্ন জটিলতার বিষয়ের সমাধানের উপায় নিয়ে আলোচনা ও নাগরিক সুবিধা অসুবিধা সমুহের উপর গনশুনানী  অনুষ্ঠিত হয়। 

‎অন্যান্যদের মধ্যে  উপস্থিত  ছিলেন  উপজেলা কৃষি অফিসার( ভারপ্রাপ্ত )  মোহাম্মদ ইব্রাহিম খলিল, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, জনস্বাস্থ্য  প্রকৌশলী জাফর উল্লাহ, মহিলা বিষয়ক কমকর্তা মনিকা বড়ুয়া, প্রাথমিক শিক্ষক ট্রেনিং অফিসার  নুরুল করিম, লতিবান মৌজা হেডম্যান ও ইউপি চেয়ারম্যান ভুমি ধর রোয়াজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান  আবুল হাসেম, ভূমি সার্ভেয়ার ও মৌজা প্রতিনিধিগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ