ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে গরু চড়াইতে গিয়ে বজ্রপাতে দুই গরুসহ মোঃ সোহাগ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 31-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102128 জন
গফরগাঁওয়ে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন: সোহাগ মিয়া
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গরু চড়াইতে গিয়ে বজ্রপাতে দুই গরুসহ মোঃ সোহাগ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৩১ মে) দুপুর সোয়া ১ টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ সোহাগ মিয়া একই এলাকার কারী মোহাম্মদ হযরত আলীর পুত্র।

লামকাইন গ্রামের বাসিন্দা সাংবাদিক লিমন বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কৃষক মোঃ সোহাগ মিয়া প্রতিদিনের মতো সকাল সাড়ে ১১ টায় দিকে পাশ্ববর্তী ব্রহ্মপুত্র নদের চরে ৪টি গরু নিয়ে চড়াইতে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুইটি গরুসহ তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত সোহাগের দুইটি ছেলে সন্তান রয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, পাঁচবাগ ইউনিয়নে বজ্রপাতে সোহাগ মিয়া নামে এক কৃষকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ব্রহ্মপুত্র নদের চরে গরু চড়াইতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।