ঢাকা | বঙ্গাব্দ

নরপিশাচদের অনুশোচনা নাই

দ্রোহের কবিতা
  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67663 জন
নরপিশাচদের অনুশোচনা নাই ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

নরপিশাচদের অনুশোচনা নাই

(দ্রোহের কবিতা)

🖋️আমিনুল হক নজরুল 


নরপিশাচদের অনুশোচনা নাই,

তারা ছায়ায় হাসে, আলোয় ছুরি চালায়।

তাদের চোখে আগুন নয়,

বরং শীতল এক অমানবীয় নির্মমতা—

যেন মরুভূমিতে বরফ ঝরে।


তারা শিশুদের কান্না শুনে উৎসব করে,

নারীর লজ্জা তাদের বীরত্বের ব্যাজ,

ক্ষুধার্ত জনতার হাড়গিলে স্বপ্নে

তারা নির্মাণ করে স্বর্ণসিংহাসন।


কিন্তু আমি চুপ থাকবো না—

আমার কলমে আগুন জ্বলে,

আমার কণ্ঠে বজ্রের ধ্বনি,

আমি একার রক্তে রাঙাবো প্রাচীর

যেখানে ন্যায়ের নাম মুছে দিয়েছে ওরা।


আমি শপথ করি—

এই কফিনের রাষ্ট্রে আমি বেঁচে থাকবো বিদ্রোহ হয়ে,

অভিশাপ হয়ে ওদের ঘুমে নামবো,

শত নীলনকশার ভেতর

একটা অক্ষরে লিখবো— "বিচার চাই"।


নরপিশাচদের অনুশোচনা নাই,

আমাদের দ্রোহই হবে তাদের শেষ ভয়!


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।