ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে ফল মেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 17-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18560 জন
কটিয়াদীতে ফল মেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :   কিশোরগঞ্জের কটিয়াদীতে 'দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল রয়েছে।
বুধবার বিকেলে কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ফল মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপসহকারি কৃষি কর্মচারীদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মইনুল ইসলাম, মোঃ মোশরফ হোসেন, তানজিনা আক্তার, মোঃ হুমায়ূন কবীর, খাইরুল ইসলাম, মোঃ লিকটন মিয়া, মোঃ হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমিন, শাহিনুর আলম, নাদিরা সুলতানা, সিরাজাম মুনিরা ও মিজানুর রহমান রহমান প্রমূখ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা ফলদ বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা ও দেশীয় মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের মেলা বিভিন্ন জাতের পুষ্টিকর ফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ