অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার'র পিতা ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নোয়াপাড়া দরবার শরীফের মাওলানা আবু মুসা আল কাদরী পীর সাহেবের নামাযে জানাযা গতকাল বাদ মাগরিব দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের বড় ছেলে অধ্যাপক গোলাম সারোয়ার জানাযায় ইমামতি করেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাওলানা আবু মুসা গত শুক্রবার দিবাগত শেষ রাতে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি.... রাজিউন। মরহুমের বড় ছেলে ইংল্যান্ডে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে অবস্থান করায় তিনি এসে তাঁর জানাযা সম্পন্ন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।