ঢাকা | বঙ্গাব্দ

তুমি আমি এখন সর্ব সাধারণের মত

(একটি বিচ্ছেদের গদ্যগল্প)
  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7362 জন
তুমি আমি এখন সর্ব সাধারণের মত ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

তুমি আমি এখন সর্ব সাধারণের মত

(একটি বিচ্ছেদের গদ্যগল্প)

  • 🖋️আমিনুল হক নজরুল 


👉একদিন, তুমি আর আমি ছিলাম আলাদা এক পৃথিবী,যেখানে তুমি ছিলে আমার কল্পনার রাজ্যে বসে থাকা একমাত্র রাজকন্যা, আর আমি ছিলাম তোমার চোখে আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর এক পাগল কবি।

তখন ভালোবাসা মানে ছিল, শেষ রাতে হঠাৎ জেগে উঠে মেসেজ দেখা—“ঘুমাওনি এখনো?”


👉আর এখন?

তুমি আমি এখন সর্ব সাধারণের মত।

তোমাকে কোথাও কারো সাথে দেখা হলে শুধু মাথা নিচু করে চলে যাই,চোখে চোখ পড়লেও মনে মনে বলি, “ভালো থেকো”,

কিন্তু ঠোঁট চেপে ধরি—শব্দ যেন না ফোটে।


👉তুমি এখন অন্য কারো পাশে হাসো,

আর আমি শিখে গেছি, কীভাবে ভাঙা হৃদয় নিয়ে অচেনার মুখে হাসি ঝুলিয়ে রাখতে হয়।

ভালোবাসা এখন কেবল স্মৃতির চিঠির মত—খুললে গন্ধ আসে, কিন্তু স্পর্শ পাওয়া যায় না।


👨‍❤️‍💋‍👨আমরা যে ভালোবাসার গল্প লিখতে চেয়েছিলাম,

তা আজ আর আমাদের নয়—

সেটা এখন জনতার ভিড়ে হারিয়ে যাওয়া আরেকটি চেনা গল্প,যেখানে শেষটা জানাই থাকে:

“তুমি আমি এখন সর্ব সাধারণের মত।”


বলবে হয়তো—সময়ই এমন।

কিন্তু আমি জানি, সময় বদলায় না—

বদলে যায় মানুষ, বদলে যায় চাওয়া।

তুমি আমিও বদলে গেছি,

তাই আজ আমাদের গল্পটা আর কারো চোখে বিশেষ নয়।

শুধু…

আমার বুকের ভিতর আজও বাজে সেই সুর,

যেটা তুমি প্রথমবার "ভালোবাসি" বলার সময় শুনিয়েছিলে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল