ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের ধোবাউড়ায় নারী খেলোয়াড়দের উৎসাহ ও উন্নয়নে ব্র্যাক বরাবরই দৃঢ় প্রতিশ্রুতিশীল। এরই ধারাবাহিকতায়, ধোবাউড়ায় ব্র্যাকের উদ্যোগে কলসিন্দুরের উদীয়মান নারী ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিকেলে ব্র্যাক ধোবাউড়া শাখা অফিসের হলরুমে আয়োজিত এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে এ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্র্যাকের হালুয়াঘাট এলাকার ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন। প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন ডেপুটি ম্যানেজার (বিডিইউ) লাবনী আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সেন্ট্রাল-২ ডিভিশন) মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার-দাবি নাইচ খাতুন, রিজিওনাল ম্যানেজার-প্রগতি মোঃ জাকির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নারী ফুটবলারদের কোচ মোঃ জুয়েল মিয়া এবং কলসিন্দুর ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেম প্রমুখ ।
অনুষ্ঠানে ক্রীড়াসামগ্রীর মধ্যে বিতরণ করা হয় – জার্সি ৩৬টি, প্যান্ট ৩৬টি, ফুটবল ২৫টি, বুট ৩৬ জোড়া, মোজা ৩৬ জোড়া, গোলকিপার গ্লাভস ৩ সেট এবং একটি ফাস্ট এইড বক্স।
এ আয়োজন নারী ফুটবলারদের মাঝে চরম আনন্দ, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চার করে। কোচ ও খেলোয়াড়রা এই সহযোগিতার জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের খেলাধুলায় আরও মনোনিবেশ করতে উৎসাহ দেবে।
নারী ক্রীড়াঙ্গনে এমন উদ্যোগ শুধু খেলোয়াড়দের নয়, গোটা সমাজকেই এগিয়ে নেওয়ার পথ তৈরি করে দেয়। কলসিন্দুরের নারী ফুটবলাররা দেশের গর্ব এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব—এমন বার্তাই যেন উঠে এসেছে পুরো আয়োজনজুড়ে।