ইফরানুল হক সেতু,বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূঁইয়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেল ৩টায় উপজেলার বালিগাঁও এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একই গ্রামের স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্যসচিব কাউছার আহমেদ গত ২৭ জুলাই (শনিবার) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিকে তিনি ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
হামিদুল হক ভূঁইয়া বলেন, ভিডিওতে জনতপুর গ্রামের বাসিন্দা ফুল মিয়াকে প্রশ্ন-উত্তর করতে দেখা যায়, যেখানে কাওছার নিজেই প্রশ্ন করে এবং নিজেই উত্তর দেন। ভিডিওটি তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে হামিদুল আরও অভিযোগ করেন, কাওছার আহমেদ একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি একাধিকবার নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
তিনি আরও জানান, বালিগাঁও মৌজার সফিলক এলাকায় তার মালিকানাধীন ১৫ শতাংশ জমিতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কাওছার তাকে চাষাবাদ করতে দিচ্ছেন না, যার ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে হামিদুল হক ভূঁইয়া প্রশাসনের প্রতি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।