ঢাকা | বঙ্গাব্দ

নড়িয়ায় এক প্রবাসীর পরিবার নানান ভাবে নির্যাতনে শিকার

শরীয়তপুরের নড়িয়ায় জাহাঙ্গীর আলম নামে এক ইতালি প্রবাসীর পরিবার অন্য এক প্রতিবেশী প্রভাবশালী পরিবার কর্তৃক নানান ভাবে নির্যাতনে শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার মধ্যে ফেইসবুক আইডির মাধ্যমে ছবি পোস্ট করে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে সুনাম নস্ট করছে। আর তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করছে।
  • আপলোড তারিখঃ 11-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41491 জন
নড়িয়ায় এক প্রবাসীর পরিবার নানান ভাবে নির্যাতনে শিকার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় জাহাঙ্গীর আলম নামে এক ইতালি প্রবাসীর পরিবার অন্য এক প্রতিবেশী প্রভাবশালী পরিবার কর্তৃক নানান ভাবে নির্যাতনে শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার মধ্যে ফেইসবুক আইডির মাধ্যমে ছবি পোস্ট করে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে সুনাম নস্ট করছে। আর তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করছে।

এব্যাপারে ভুক্তভোগী পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করছেন।


ভুক্তভোগী পরিবারের সদস্য ও অভিযোগকারী রুমা আলম বলেন, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুরি গ্রামের জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। জাহাঙ্গীর আলমের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মো. গিয়াস উদ্দিন হাওলাদার জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। স্থানীয়ভাবে ও আদালতের রায়ের পরেও গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা কোনো ভাবে থামছে না। তারই ধারাবাহিকতায় 

গত ১ আগস্ট বিকালে জমির সীমানা বেড়া ভেঙ্গে ফেলে এবং সম্পত্তিতে থাকা বিভিন্ন ফলগাছ (কলাগাছ, নারিকেল গাছ, পেপে গাছ ইত্যাদি ও কাঠ গাছ) কেটে ফেলে। আমি বাধা দিলে তাহারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে আমাকে মারধর করতে আসে। আর সম্পত্তি আমাদের ভোগ দখল করিতে দিবে না বলে হুমকি দেয়। এঘটনায় আমি নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ইতিমধ্যে গাছ কাটার বিষয়ে নিয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


এ ব্যাপারে ভুক্তভোগী রুমা আলম বলেন, আমার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। আমি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ীতে বসবাস করি। এই সুযোগে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছে। শুক্রবার বিকালে সীমানা বেড়া ভেঙ্গে গাছ কেটে ফেলেছে। আমি বাঁধা দেয়া আমাকে মারতে আসছে। আমি এর সঠিক বিচার চাই। এছাড়াও  আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।


তিনি আরও বলেন, গিয়াস উদ্দিন হাওলাদার তার ঘরের উপরে পরিকল্পিত ভাবে সিসি ক্যামেরা ফিট করিয়া আমাদের যাতায়াতের সময়ের ছবি তুলে তার ইতালি প্রবাসী ছেলে জাকির হোসেনের ফেইসবুক আইডির মাধ্যমে উক্ত ছবি পোস্ট করে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে আমাদের পরিবারের সুনাম নস্ট করছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই। 


এ ব্যাপারে শফিক মাঝি নামক আরও এক ভুক্তভোগী বলেন, গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জাকির হোসেনের ফেইসবুক আইডির মাধ্যমে আমার ও আমাদের আত্মীয় স্বজনের নামে নানান ধরনের অপপ্রচার মুলক লেখা লেখি করে সুনাম নস্ট করছে। আমি ন্যায় বিচারের আশায় এবিষয়ে থানার অভিযোগও করেছি। আমি অপপ্রচারকারীর সঠিক বিচার চাই।


এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যদের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।


এব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন,  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।