ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে বিষাক্ত সাপের দংশনে আহত যুবককে ঢাকায় রেফার।চিকিৎসা অবস্থায় মৃত

  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 81830 জন
মাদারীপুরে বিষাক্ত সাপের দংশনে আহত যুবককে ঢাকায় রেফার।চিকিৎসা অবস্থায় মৃত ছবির ক্যাপশন: সাদ্দাম চৌকিদার
ad728

এমদাদ খান, মাদারীপুর প্রতিনিধ:  মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর চরগোবিন্দপুর মাঝকান্দী এলাকায় বিষধর সাপের দংশনে সাদ্দাম চৌকিদার(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত সাদ্দাম চৌকিদার স্থানীয় জলিল চৌকিদারের ছেলে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।প্রথমে আহত সাদ্দাম কে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।পরে ঢাকায় রেফার করা হলে ঢাকায় চিকিৎসা অবস্থায় সাদ্দাম'কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।বাড়িতে এনে গোসল শেষে জানাজা দেয়ার মুহূর্তে হঠাৎই ফোন করে এক ওঝা জানান কামরের স্থানে মুরগী বাচ্চা ধরেন যদি বাচ্চা মারা যায় তবে জীবিত আছে রোগী।পরামর্শ শুনে একে একে ৫ টি মুরগীর বাচ্চা সাপের কামরের স্থানে ধরা হয়।মারা যায় সব-কটি মুরগির বাচ্চা।পরবর্তীতে সাপে কাটা সাদ্দাম চৌকিদারের জানানা ও দাফন বন্ধ রেখে ওঝার অপেক্ষা করেন রোগীর পরিবার।শেষে ওঝা সাদ্দামকে বেশ কিছুখন পর্যবেক্ষন করে জানান সাদ্দাম মা-রা গেছেন।শুক্রবার রাতেই দাফন করা হয় সাদ্দাম চৌকিদারকে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান